[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবনকাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্যের নতুন কমিটিলংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদানআগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম কঠিন চীবর দানোৎসব

হিংসা বিদ্বেষ লোভ হতে মুক্ত চাইলে সঠিক ধর্ম চর্চা করতে হবে-দীপংকর

১২০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
হিংসা, বিদ্বেষ, লোভ হতে মুক্ত এবং নিজেকে জয় করতে চাইলে সঠিক ধর্ম চর্চা করতে হবে। রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সাংসদ দীপঙ্কর তালুকদার এমপি। সোমবার (২৭নভেম্বর) চিৎমরম বৌদ্ধবিহারের দায়ক-দায়িকার আয়োজনে এতে সভাপতিত্ব করে চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

দানোৎসব উদযাপন কমিটির সভাপতি ক্যপ্রু চৌধুরী সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দানোৎসব উদযাপন কমিটির আহবায়ক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। পূণ্যার্থী হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, ৪১বিজিবি উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক,,পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নুরুল ইসলাম (ওসি তদন্ত চন্দ্রঘোনা)। দানোৎসবে ধর্মীয় দেশনা প্রদান করে বেতবুনিয়া কেন্দ্রিয় বৌদ্ব বিহার অধ্যক্ষ পঞাদিপা মহাথের ও ব্যাংঙছড়ি জয়মঙ্গল বৌদ্ব বিহার অধ্যক্ষ উ সনা মহাথের। নানা আয়োজনে বিহার সংলগ্ন মাঠে বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, পঞ্চশীল গ্রহণ এবং শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। পূজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারিসহ হাজার হাজার দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।