খাগড়াছড়ির রামগড়ে বিনামুল্যে হাইব্রিড বীজ ধান বিতরণ
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষকের মাঝে বিনামুল্যে ২ কেজি করে বীজ ধান বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে রামগড় কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাশেদ চৌধুরীর সঞ্চালনা ও কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে হাইব্রিড ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লুৎফর করিম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, এক ইঞ্চি জমি ও যেন অনাবাদি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্লোগানকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, তিনি উপস্থিত কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।