কাপ্তাইয়ে ৮শ কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১২টায় উপজেলা সদরে ৫টি ইউনিয়নের ৮০০ কৃষকের মাঝে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন উপস্থিত থেকে কৃষকদের হতে কৃষি উপকরণ তুলে দেন। এসময় উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ, চিৎমরম ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী সহ উপ সহকারী কৃষি অফিসারগণ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।