কাপ্তাইয়ে বিনামূল্যে সূর্যমুখী বীজ ও সার বিতরণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহায়তায় কাপ্তাই উপজেলার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সূর্যমুখী বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি বিভাগ চত্বরে কৃষকের মাঝে ১ কেজি হাইব্রিড সূর্যমুখী বীজ, ১০ কেজি জিপসাম সার ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরাম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও কৃষি কমিটির আহবায়ক অংসুইছাইন চৌধুরী।
অনুষ্ঠানে কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসারগণ ও বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।