[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিতরাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

সাপমারা শালবন বিহারে ৫ম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৫৪

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচর সাপমারা শালবন বিহারে ৫ম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এটি। এ উপলক্ষে মঙ্গলবার (২১নভেম্বর) এলাকাবাসীর আয়োজনে নানা পূণ্যানুষ্ঠান সম্পাদন করা হয়।

যার মধ্য ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, মৈত্রী ভাবনা, কঠিন চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান ইত্যাদি।

অনন্যা চাকমা ও কবিতা চাকমার যৌথ সঞ্চালনায় আয়োজিত পূণ্যানুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি বেনুবন অরণ্য কুঠির অধ্যক্ষ পন্থক মহাস্থবির, বেতছড়ি মুখ ধর্মদয় বন বিহার অধ্যক্ষ ধর্মতিলোক মহাস্থবির, শ্বৈলশ্চরি পরিচুগ অরণ্য কুঠির অধ্যক্ষ সারিপুত্র মহাস্থবির, করুনা বন বিহারের অধ্যক্ষ দীপংকর স্থবির, সাপমারা শালবন বিহারের অধ্যক্ষ কৈশকীতি স্থবির, ধর্মাঙ্কুর বন বিহার স্মৃতিরক্ষিত সহ বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষুসঙ্ঘরা উপস্থিত ছিলেন।

বিহার পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান বিকাশ চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মিতা চাকমা, ২নং ওয়ার্ড ইউপি সদস্য প্রভাত চন্দ্র চাকমা, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদ্ম রঞ্জন চাকমা, স্থানীয় কার্বারী সুজন বিকাশ চাকমা, প্রাক্তন ইউপি সদস্য প্রিয়লাল চাকমা উপস্থিত ছিলেন। দিনব্যাপি পূণ্যানুষ্ঠানে পূণ্য সঞ্চয় করতে দূর-দূরান্ত থেকে হাজারো দায়ক-দায়িকা অংশগ্রহণ করেন।