বাঘাইছড়িতে মৎস সম্পদ উন্নয়ন বিষয়ক স্টেক হোল্ডার ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্টেক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয় কতৃক আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, রাঙ্গামাটি জেলা মৎস অফিসার অধীর চন্দ্র দাস, রাঙ্গামাটি সদর উপজেলা সিনিয়র মৎস অফিসার মোঃ এরশাদ বিন শহীদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, রূপকারী ইউপি চেয়ারম্যান জ্যাসমিন চাকমা, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমা, মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা, আমতলী ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, কাচালং সরকারী কলেজের প্রভাষক কামাল হোসেন মীর, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা নব আলো চাকমা।
স্টেক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ১৫ জন মৎস চাষী এবং মৎস্যজীবী। মৎস সম্পদ উন্নয়ন প্রকল্পের সার্বিক উদ্দেশ্য হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস সম্পদ উন্নয়ন ও মৎস চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, পার্বত্য জনগনের, কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি এবং সরকারের দারিদ্র্য হ্রাসকরণের উদ্যোগকে সহায়তা করা।
প্রকল্পের প্রধান কার্যক্রম গুলো হলো ক্রিক উন্নয়নের জন্য বাধ ও ড্রেন নির্মাণ, ক্রিক মেরামত ও সংরক্ষণ, মৎস অধিদপ্তরীয় কর্মকর্তা /কর্মচারী এবং সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন এবং প্রদর্শনী খামার স্থাপন করা। মৎস চাষী ও মৎসজীবী সহ উপস্থিত সকলে বাঘাইছড়ি উপজেলার মৎস সম্পদ উন্নয়নের জন্য উন্মুক্ত আলোচনা করে।