[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানারাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালঅপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তি দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশবান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরুপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধনখাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানবান্দরবানের লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত হাজতেখাগড়াছড়ির রামগড়ে রংতুলি’র ঈদ, নববর্ষ ও বৈসাবি’র পুনর্মিলনী অনুষ্ঠানখাগড়াছড়ির রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধারখাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্রতারণা ও টাকা আত্মসাৎ মামলায় ধামা ফরিদ জেল হাজতে

১৯৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
প্রতারণা ও টাকা আত্মসাৎ মামলায় রাঙ্গামাটি চিৎমরম ইউনিয়নের এস এম ফরিদ কুমিল্লা জেল হাজতে আটক। মঙ্গলবার (২১নভেম্বর) কুমিল্লা জেলা দায়রা জজ আদালতে আসামি এস এম ফরিদ প্রকাশ ধামা ফরিদ জামিন নিতে গিয়ে আটক হয়েছে।

বাদী মোঃ আজাদ সরকার খোকন অভিযোগ করে বলেন, কাপ্তাই উপজেলা ৩নং চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা মৃত এস.এম ইদ্রিস এর পুত্র এস.এম ফরিদ প্রকাশ (ধামা ফরিদ) তার নিকট হতে সেগুন গাছ বিক্রয়ের কথা বলে ৩০লাখ টাকা নেয়। কিন্ত দীর্ঘ এক বছরেও সময় বেশি ধরে ফরিদ গাছ ও টাকা কোনটি না দিয়ে বাহানা করতে থাকে। পাওনা টাকার জন্য চাপ দেয়া হলে কাপ্তাই উপজেলা বড়ইছড়ি সোনালী ব্যাংক তার হিসাব নাম্বারে ১১মে ২০২২ তারিখ ৩০ লাখ টাকার একটি ভূয়া চেক লিখে দেয়। পরবর্তী চেকটি বড়ইছড়ি সোনালী ব্যাংকে দেয়া হলে তার হিসাব নাম্বারে কোন টাকা নেই বলে ব্যাংক ম্যানেজার জানান।

আজাদ সরকার খোকন আরোও জানান, তার সাথে প্রতারণা ও ভূয়া চেক দেয়ায় ফরিদের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাৎ করায় কুমিল্লা কোতয়ালী সিআর ৩২৫/২৩ মামলা করে। এবং রাঙ্গামাটি চন্দ্রঘোনা থানায় আসামির বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারী করা হয়। দীর্ঘ ৭/৮মাস যাবৎ পলাতক থাকায় উক্ত আসামি কুমিল্লা জেলা আদালতে ২১নভেম্বর ২৩ইং তারিখ জামিনের জন্য আসলে জেলা জজ আসামি ফরিদকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।