দীঘিনালায় ইয়ুথ গ্রুপ গঠন সম্পর্কে আলোচনা সভা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ইয়ুথ গ্রুপ গঠন সম্পের্ক আলোচনা সভা করা হয়েছে। বুধবার (২২নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সেমিনার কক্ষে আন্থা প্রকল্পের পরিচালনায় তৃনমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলায় ইয়ুথ গ্রুপ গঠন সম্পের্ক আলোচনা সভার সভাপতিত্ব করেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক কো-অডিনেটর ধনেশ^র দেওয়ান।
মনিটরিং ও রিপোটিং অফিসার মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। এতে বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার(ভূুমি), মোঃ সোহেল রানা (সাংবাদিক), ফিল্ড এসোসিয়ট ইনা চাকমা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে দক্ষ যুব শক্তি রূপান্তরিত করে দেশের উন্নয়ন করতে হবে। এসডিজি তরুণ প্রজন্মের জন্য গুণগত শিক্ষা ও প্রশিক্ষণ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিতকরণের মাধ্যমে যত্নশীল পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয়তাকে স্বীকার করেছে। যাতে করে নিজেদের অধিকার ও সক্ষমতা সম্পর্কেতাদের পূর্ণ উপলব্ধি জন্মায়। বিশ্বব্যাপী এই এজেন্ডা অর্জনে গতিময় যুব সমাজের জ্ঞান উদ্ভাবন এবং উদ্দীপনার যথোপযোগী ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যুবসমাজ এবং এজেন্ডা বাস্তবায়নের সকল অংশীজনদের মধ্যে দৃঢ় এবং কার্যকর অংশীদারিত্ব থাকা অপরিহার্য। বাংলাদেশী নাগরিককে যুবক হিসেবে গণ্য করা হবে। নাগরিক ফোরাম জাতীয় যুব নীতির সাথে সম্পূর্ণ ঐক্যমত রেখে যুব সমাজকে সকল প্রকার বৈষম্যের ঊর্ধ্বে রাখে। নাগরিক ফোরাম বিশ্বাস করে যে, যুবদের সক্রিয় অংশগ্রহন করতে হবে।
আলোচনা সভাশেষে মোঃ হাসান মোর্শেদ রিফাত আহবায়ক ও হিলটন চাকাম ও পৌরিতা চাকমাকে যুগ্ম আহবায়ক করে ২২জনকে সদস্য দীঘিনালা উপজেলা ইয়ুথ গ্রুপ আহবায়ক কমিটি গঠন করা হয়।