খাগড়াছড়ির গুইমারায় ঢাকাগামী ৭ যাত্রীবাহী গাড়ি ভাংচুর
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারায় ঢাকাগামী ৭ যাত্রীবাহী বাস গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। গুইমারার বাইল্যাছড়িতে গতকাল সোমবার (২০নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় এক যাত্রী আহত হন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর।
ওসি জানান, রাতে শান্তি পরিবহন, রবি এক্সপ্রেস, শ্যামলী পরিবহনসহ কয়েকটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ি থেকে ঢাকায় যাচ্ছিল। যাত্রীবাহী বাসগুলো গুইমারার বাইল্যাছড়ি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা হামলা করে। প্রায় সাতটি বাস ভাঙচুর করা হয়। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় (প্রতিবেদন লেখা পর্যন্ত) কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর।