হরতাল-অবরোধে কাপ্তাইয়ে মাছ ব্যবসায়ীদের ব্যবসায় ধস
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
দেশের বিরাজমান পরিস্থিতিতে কাপ্তাই লেকের মাছ ব্যবসায়ীদের ব্যবসায় ধস্ নেমেছে। গত ২৮ অক্টোবর হতে দেশে হরতাল ও অবরোধের ফলে কাপ্তাই লেকের মৎস্য ব্যবসায়ীদের ব্যবসা ধস নেমেছে। লেকের বিভিন্ন প্রজাতির মাছ কাপ্তাই হতে ঢাকা-চট্রগ্রাম বিক্রয়ের জন্য নেয়া হত। বাজার পরিস্থিতি খারাপ হওয়ার ফলে আগের তুলনায় এখন আর কোন পাইকারি ব্যবসায়ীরা মাছ ক্রয় করছেনা। যার ফলে বাজারে মাছের মূল্য হ্রাস হওয়ায় ব্যবসায়ীরা আগের চেয়ে মাছের ড্রামপ্রতি ১হাজার টাকা ক্ষতি হচ্ছে।
হরতাল অবরোধের আগে ঢাকা-চট্রগ্রাম পাইকারিরা ট্রাকে ট্রাকে করে বিভিন্ন জেলায় মাছ নিয়ে যেত।ব্যবসায় ও দাম ছিলো অনেক ভাল। ফলে আগের মত মাছের দাম না পাওয়ায় কাপ্তাইয়ের মৎস্য ব্যবসায় ধস্ নেমেছে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন শাখা ব্যবস্থাপক মাসুদ আলম জানান, সরকারিভাবে মৎস্য উন্নয়ন কর্পোরেশন হতে নিয়মিত মাছ বিপণন করা হচ্ছে। তবে পূর্বের চেয়ে মাছ বিক্রয় কিছুটা কম। এছাড়া সব কিছুই স্বাভাবিক রয়েছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ নবী হোসেন জানান, দেশের বিরাজমান পরিস্থিতির ফলে মাছ ব্যবসায় ধস নেমেছে। বিশেষ করে ২৮অক্টোবর হতে ঢাকা-চট্রগ্রামের আগের মত আর পাইকারি মাছ ক্রয় করছে না। মাছের বাজার মন্দা হওয়ার ফলে আমাদের প্রতি মাছের ড্রামে ১হাজার টাকারও বেশি করে ক্ষতি হচ্ছে। আমরাও তেমন কোন দাম পাচ্ছিনা বলে জানান। পরিস্থিতি স্বাভাবিক না হলে বড় ধরনের সংকটে পড়বে বলেও জানান।