দীঘিনালার বাবুছড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আত্নমানবতার সেবায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতা খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ই বেংগল উদ্যোগে দীঘিনালা উপজেলা বাবুছড়া ইউনিয়নে শতাধিক পাহাড়ি বাঙালী দুঃস্থ অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালা জোনের আয়োজনে উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উদ্বোধন করেন দীঘিনালা জোনের দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিদ হাসান পিএসসি। এসময় উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা,২নং ওয়ার্ড সদস্য জুয়েল চাকমা, মহিলা সদস্য বেবিটন চাকমা, রাশিকা চাকমা ও স্বাগতা চাকমা প্রমূখ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রেদান করেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ মোস্তাফিজুর রহমান। এতে শতাধিক অসহায় দুস্থ পাহাড়ি বাঙ্গালী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, সেনাবাহিনীর এধরনে সেবা সত্যি প্রশংসার এলাকার অসহায় মানুষগুলো বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ নিতে পারে। দীঘিনালা জোনকে আমি ধন্যবাদ জানাই।