মাটিরাঙ্গায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাকিব (১৯) নামে এক কিশোর গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে রাতে উপজেলার আমতলী ইউপির ৬নং ওয়ার্ড রহিম সর্দারপাড়ায় এ ঘটনা ঘটে। সাকিব একই এলাকার কানু মিয়ার ছেলে।
নিহতের বড় বোনের স্বামী আব্দুল জলিল জানান, সাকিব প্রতিদিনের মত বুধবার বিকালে এলাকার আলী নোয়াজের চা দোকানে যায়। রাতে বাড়িতে না ফিরলে অনেক খোঁজাখোজির পর রাত আনুমানিক ৩টার সময় তাদের পুরান বাড়িতে আম গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল হতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল হতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিধি মোতাবেক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।