পর্যটক শূন্য কাপ্তাই: সংকটে পর্যটন সংশ্লিষ্টরা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
মৌসুমের শুরুতেই মুখ থুবড়ে পড়ছে রাঙ্গামাটি কাপ্তাইয়ের পর্যটন। পুরো উপজেলায় বিরাজ করছে শুনশান নিরবতা। সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন দেওয়াও সম্ভব হচ্ছেনা অনেকের। দীর্ঘ এক মাস যাবৎ দেশের বিরাজমান পরিস্থিতির ফলে একে একে বন্ধ হতে যাচ্ছে কাপ্তাইয়ে পর্যটন কেন্দ্র ও আবাসিক হোটেল রেস্তোরাঁ।
প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, লেক বিচিত্র পশু পাখি ও সবুজ অরণ্যভরপুর কাপ্তাই। ভ্রমণ পিপাসুদের জন্য কাপ্তাইয়ে পর্যটন ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন রঙে সাজিয়ে রেখেছে। সামনে স্কুল,কলেজ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে অবিভাবকরা সন্তান সহ ছুটে আসবে বেড়াতে। কিন্ত সে আসা নিরাশায় পরিণত হয়েছে ।
কাপ্তাই নিসর্গ ভ্যালী পড হাউস পরিচালক মোঃ সরোয়ার হোসেন জানান, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বসে আছি পর্যটক আগমনের অপেক্ষায়। কিন্ত দেশের বিরাজমান পরিস্থিতির ফলে এখন পর্যটন আগমন বন্ধ হয়ে গেছে। ফলে ৩০/৪০জন স্টাপদের বেতন দিতে পারছিনা।
আপস্টিম গ্রীণ রিভার ভিউ গেস্ট হাউজ ম্যানেজার মোঃ ইসমাল হোসেন জানান, ১মাস যাবৎ কোন বুকিং নেই। বন বিভাগ কর্তৃক পরিচালিত প্রাশান্তি পার্ক টিকিট কাউন্টার ম্যানেজার মোঃ ওসমানগনী জানান, গত ২৮অক্টোবরের পর হতে এ যাবৎ কোন টিকিট বিক্রয় হচ্ছেনা। একেবারে পর্যটন শুন্য অলস সময় কাটছে। স্থানীয় লোকজন মাঝে মধ্যে আসে ২শ’ থেকে ৩শ’টাকার টিকিট বিক্রয় হয়। এরকম চলতে থাকলে ব্যবসায় পর্যটন শিল্পে ব্যাপক ধবসের আশঙ্কা করছেন সরকারি- বেসরকারি পর্যটন মালিকরা।