তফসিল ঘোষণায় রামগড় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫নভেম্বর) সন্ধ্যা ৭টায় রামগড়ের মেইন সড়ক প্রদক্ষীণ করে বিশাল মিছিল।
এতে অংশ গ্রহণ করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচছাসেবক লীগ, কৃষকলীগ, ংশ্রমিক লীগ,তাঁতীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে পুরো এলাকা। মিছিলটি রামগড় পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য দেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম (আলমগীর)।