তফসিল ঘোষণায় মাটিরাঙ্গায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। বুধবার (১৫নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল ও নৌকা প্রতীক নিয়ে মাটিরাঙ্গা সদর প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী উপজেলা দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, দেশর মানুষ নির্বাচনমুখী। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল পরবর্তী যে কোন নাশকতা প্রতিহত করতে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সদা মাঠে থাকবে। একই সাথে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খানে বলেন, তফসিল ঘোষণার মধ্যে দিয়ে আমাদের ১ম বিজয় হয়েছে এখন চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় বিএনপি-জামাতের যে কোন নাশকতা কঠোর হাতে দমন করে আগামী ৭ জানুয়ারি খাগড়াছড়ি আসনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকার কে আবারো ক্ষমতার আনতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে, উপজেলা আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।