[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানাবিএফআইডিসি এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ে খুনে জড়িত নাতি সাইফুল গ্রেফতারখাগড়াছড়িতে জেলা প্রশাসকের সঙ্গে সনাকের অধিপরামর্শ সভা অনুষ্ঠিতশিক্ষাসেবার মনোন্নয়নে সনাক কর্তৃক বিদ্যালয়ে এসিজি কমিটি গঠনরাঙ্গামাটির রাজস্থলীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে
[/vc_column_text][/vc_column][/vc_row]

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটিতে আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সমাবেশ

১৬২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর পরই শহরের বিভিন্ন এলাকায় মিছিল বের করে জেলা আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

রাত ৮টায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরের বনরুপা, রিজার্ভ বাজার, তবলছড়ি, কলেজ গেইট, ভেদাভেদী এলাকাসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

এসময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সদস্য আশিষ কুমার চাকমা নব, সদস্য আবু তৈয়ব, সদস্য ঝিনুক ত্রিপুরা, সাবেক ছাত্রনেতা ও ৭নং ওয়ার্ড কাউন্সিল জামাল উদ্দিন, সাবেক কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক রতন নাথ, সাধারণ সম্পাদক মনসুর আলী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ মান্না, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ ও নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে রাজপথে অবস্থানসহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের অপতৎপরতা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন।

অন্যদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা।

উল্লেখ্য: সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।