তফসিলকে স্বাগত জানিয়ে আলীকদমে আওয়ামীলীগের আনন্দ মিছিল
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তফসিলকে স্বাগত জানিয়ে বান্দরবানের আলীকদমে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা দলীয় কার্যালয়ে হতে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
আনন্দ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দুংড়ি মং মার্মা, সহ-সভাপতি ক্রাতপুং ম্রো, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফোগ্য মার্মা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দীন এমএ বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে জনমনের বিভ্রান্তির অবসান হয়েছে। ৩০০নং আসন বান্দরবানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭তম বারের মত মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে নির্বাচিত করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীদের কাজ করতে বলেন। তিনি আরও বলেন, হরতাল অবরোধের নামে বিএনপি জামাতের দেশব্যাপী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসকে প্রতিহত করতে হবে। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনাকে আরেক বার ক্ষমতায় আনতে আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোটের জন্য সকলকে কাজ করার আহ্বান জানান।