জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শনে নানিয়ারচর উপজেলা প্রশাসন
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
আগামী বছরের জানুয়ারি ৭তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন শুরু করেছেন রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ২টি ভোট কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে পরিদর্শন করেছেন নানিয়ারচর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান ও থানা অফিসার ইনচার্জ সুজন হালদার। কেন্দ্র ২টি হলো নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও পাতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুস্থ ও অবাধ নির্বাচন গ্রহণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানান।