কাপ্তাই ন্যাশনাল পার্কে ১১ ফুট দৈর্ঘ্য অজগর সাপ অবমুক্ত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুট দৈঘ্যের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন সাড়ে প্রায় ১০ কেজি। বুধবার (১৫ নভেম্বর) কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং বন কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
এর আগে গত মঙ্গলবার রাঙ্গামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকার জনৈক মোঃ সাগর বাড়ী হতে এটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সালেহ মোহাম্মদ শোয়াইব খান আদেশে সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদ এবং বন বিভাগের স্পেশাল টিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই রেঞ্জকে দেয়া হয় ন্যাশনাল পার্কে অবমুক্ত করার জন্য।
পরে বুূূধবার সকাল ৯টায় অবমুক্ত করার সময় রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মী আবু বক্কর, মোঃ নাহিদ, জয়নাল আবেদীন, রুমন মুন্সি, আঃরাজ্জাক, মো.জামান ও মন্নান উপস্থিত ছিলেন।