কাপ্তাইয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল
॥ কাপ্তাই উপজেরা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা প্রশাসের নেতৃত্বে যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। বুধবার (১৫নভেম্বর) বেলা ১২টা হতে দুপর দেড়টা পযন্ত কাপ্তাই উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগনের যানমালের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য এলাকায় যৌথবাহিনী টহল দেয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে কাপ্তাই বিজিবি, পুলিশ ও আনাসার ব্যাটালিয়ন নিয়ে কাপ্তাইয়ে কেপিএম, বড়ইছড়ি বাজার, সদর এলাকা, কাপ্তাই নতুন বাজার ও আপষ্ট্রিম জেটিঘাটসহ গুরুত্বপূর্ণ স্থান সমুহে যৌথবাহিনী টহল দেয়।
কাপ্তাই নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জানান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনী কাপ্তাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেওয়া হয়েছে। এবং শান্তিশৃঙ্খলার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পুলিশ অবস্থান করছে।