কাপ্তাইয়ে আরোও ১৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
আশ্রয়ণ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে আরোও ১৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর গৃহ উপহার। মঙ্গলবার সারা দেশের উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে গণভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাপ্তাই উপজেলা ১৪টি আশ্রয় প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন জানান, পঞ্চম পর্যায়ে উপজেলার চিৎমরম ইউনিয়ন দূর্গম চাকুয়া পাড়াসহ ১৪টি মাচাং ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।