[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালনখাগড়াছড়ির দীঘিনালায় মহান মে বিদস পালনখাগড়াছড়ির পানছড়িতে মে দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

শিক্ষা ও সমাজ সেবায় শেরে বাংলা পীস এওয়ার্ড পেলেন অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার

১৬৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানে শেরে বাংলা পীস এওয়ার্ড-২০২৩ পেলেন অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (ভারপ্রাপ্ত)। চলতি নভেম্বর মাসে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ হতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইকে এওয়ার্ড প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার জানান শিক্ষা ও সমাজ সেবায় তাকে এওয়ার্ড প্রদান করে। প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ, ঢাকা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহিউদ্দিন খান আলমগীর এমপি প্রধান অতিথি উপস্থিত থেকে অনুষ্ঠানের মাধ্যমে এওয়ার্ড প্রদান করে।

এসময় শেরে বাংলা এ,কে ফজলুল হক গবেষণা পরিষদ সচিব মোঃ আর কে রিপন,সাবেক সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সদস্য সচিব জন্মজয়ন্তী উদযাপন কমিটির পীর জাদা শহীদুল হারুন ও সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান, আহবায়ক জন্মজয়ন্তী জাতীয় উদযাপন কমিটির সৈয়দ মাগুর মোর্শেদ উপস্থিত ছিলেন। তিনি আরো জানান,এর আগেও বেশকিছু এওয়ার্ড পেয়েছি। এটা আমার একার প্রাপ্যনয় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সকল শিক্ষক, শিক্ষার্থী,অফিস কর্মকর্তা/কর্মচারী তথা কাপ্তাই বাসীর সকলের প্রাপ্য বলে তিনি জানান।