নানিয়ারচরে তথ্য আপার উঠান বৈঠক
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ প্রকল্প (২য় পর্যায়) এ উঠান বৈঠকের আয়োজন করে।
সোমবার সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় তথ্য আপা প্রত্যাশা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান।
এতে বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা, বুড়িঘাট ইউপির ১,২,৩ ওয়ার্ডের মহিলা সদস্য নাসিমা বেগম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম হাওলাদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক রোহেল চাকমা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নারীর ক্ষমতায়ণ সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও তথ্য সেবা কেন্দ্রে গিয়ে বিনামূল্যে সেবা নেওয়ার জন্য অনুরোধ জানান।