কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) আয়োজনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প ওয়াগ্গাছড়া জোন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ই নভেম্বর) বিকেল ৩টায় কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা। এসময় তিনি দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং সকলকে খেলোয়াড় সুলভ আচরণ মেনে চলার আহবান জানান।
উদ্বোধনকালে এসময় ৪১বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, হেডম্যান উবাথোয়াই চৌধুরী, হেডম্যান সানুচিং মারমাসহ জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় নারানগিরি মৌজা এবং পেকুয়া মৌজার মধ্যকার খেলা গোল শূন্য ড্র হলে উভয় দল ১- ১ করে পয়েন্ট লাভ করেন। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে।