[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ

১৯৫

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি শাখার পক্ষ থেকে বহুমুখী নগদ অর্থ বিতরণ।

রবিবার (১২ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এক জনসমাবেশে এসব অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি। বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য গিয়াস উদ্দিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রেড ক্রিসেট সোসাইটি জেরা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র জাফর আলী খাঁন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই দীপংকর তালুকদার এমপি বাঘাইছড়ি পৌরসভার এগারো কোটি পচিঁশ লক্ষ সাত চল্লিশ হাজার চারশত ত্রিশ (১১,২৫,৪৭,৪৩০) টাকা ব্যয়ে মোট ১১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সভায় বক্তারা বলেন, এর আগে রেড ক্রিসেন্ট সোসাইটি এতটা জনকল্যাণ মূলক কাজ করেনি কিন্তু বর্তমান সরকারের আমলে রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে জনকল্যাণকর কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, একসময় রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্ব নিতো তারা জানতো না তাদের কাজ কি বর্তমানে আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সম্পাদক ও সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তনায়নে এগিয়ে যাচ্ছে। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৭৫০জন ক্ষতিগ্রস্তের মাঝে প্রতিজন ৬০০০টাকা করে মোট ৪৫লক্ষ টাকা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২০০টি পাটি, ১০০টি বালতি, ৫০টি জারিকিন, ২০টি তেরপাল বিতরণ করা হয়।

বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৭২টি ডাস্টবিন এবং বাঘাইছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক ৫০জন কৃষকদের মাঝে বীজ, সার সহ কৃষি পণ্য বিতরণ করা হয়।