নানিয়ারচরে অটোরিক্সা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত-১
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সীমানায় অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে কতুকছড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর দেড়টার সময়ে কুতুকছড়ি বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ছগীর হোসেন (৩৫) শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। সে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর এলাকার ছাত্তার ছগিদার এর ছেলে বলে জানা গেছে।
পরবর্তীতে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন বলে বলে জানা যায়।