নানিয়ারচরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে নানিয়ারচর উপজেলা যুবলীগ। এতে ৩শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝিল্লোর মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, সদস্য রিপন তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা বিএনপির সন্ত্রাসী কর্মকা- রুখতে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানান। এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি থেকে আওয়ামী লীগের একক প্রার্থী দীপংকর তালুকদার এমপি’কে পুনরায় বিজয়ী করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের নেতৃবৃন্দরা।