মানিকছড়িতে নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র (আইডিএফ) সমন্বিত কৃষি ইউনিটের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র (পিকেএসএফ) অর্থায়নে দুদিন ব্যাপী নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) উপজেলার মধ্যম লেমুয়া এলাকার ২৫জন নারীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, আইডিএফ’র কৃষি কর্মকর্তা মোঃ আজমারুল হক, সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, মিথুন দাশ, রাবেয়া আক্তার। প্রশিক্ষণে নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদনের নানা কৌশল ও পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।