মাটিরাঙ্গায় নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে মাঠে উপজেলা প্রশাসন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বিএনপি ও জামায়াতে ইসলামের ডাকা তৃতীয় দফায় বুধবার থেকে শুরু হওয়া ৪৮ঘন্টা অবরোধের প্রথম দিন অতিবাহিত হবার রাতে মাটিরাঙ্গায় যানবাহন চলাচল, জনগণের জীবনযাত্রার মান ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে তৎপর রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি ও আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যরা।
বুধবার রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার ওসি মোঃ জাকারিয়া সহ বিজিবির সদস্যরা।
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী জানান, অবরোধের ভোর ৪টা থেকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ-বিজিবি সহযোগে মাটিরাঙ্গার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে। মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।