[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির ভেদভেদীতে সিএনজিকে সজোরে ধাক্কা দিয়ে হত্যা

অবশেষে পুলিশের জালে ধরা ঘাতক বাসের চালক আবছার

২৫০

॥ মোঃ আরিফুর রহমান ॥

গত ৪ নভেম্বর দুপুরে রাঙ্গামাটির ভেদভেদীতে বাসের ধাক্কায় ২জন নিহত ও ৪জন আহত হওয়ার ঘটনায় অবশেষে ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। ৮নভেম্বর রাতে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, ৪ নভেম্বর জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের পাশে যাত্রীসহ দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত ট্যাক্সি কে চট্টগ্রাম হতে রাঙ্গামাটি অভিমূখে বেপরোয়া গতিতে আসা বাস চট্টমেট্রো জ-১১-০০১৮, খাজা গরীবে নেওয়াজ এর চালক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি ট্যাক্সিটি ধুমড়ে-মুচড়ে যায় এবং ট্যাক্সিতে থাকা চালক পিন্টু চাকমা (২২) এবং যাত্রী গুরি মালা চাকমা (৩৫), ফড়ি চাকমা-১ (৫০), রিকন চাকমা(৩০), রিপন চাকমা (৪০), ও ফড়ি চাকমা-২ (৪০) গুরুতর আহত হয় এবং বাসে থাকা যাত্রী নাজিম উদ্দিন (৫০) আহত হয়। এর মধ্যে গুরি মালা চাকমা (৩৫) এর বাম পা এবং ফড়ি চাকমা (৪০) এর ডান পা ঘটনাস্থলে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহতদেরকে তৎক্ষণাৎ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তথায় কর্তব্যরত চিকিৎসক গুরি মালা চাকমা (৩৫), এবং ফড়ি চাকমা-১ (৫০) মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যান্যদের মধ্যে রিকন চাকমা , রিপন চাকমা ও ফড়ি চাকমাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাঙ্গামাটি জেলা পুলিশের এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রামে নেয়া হয়।

তিনি আরো জানান, ঘটনার পরপর বাস চালক নুরুল আবছার নিজেকে গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে চলে যায়। বাস চালককে গ্রেফতার করার জন্য রাঙ্গামাটি জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে গত ৮ নভেম্বর বুধবার সাড়ে ১১ টায় তথ্য প্রযুুক্তির ব্যবহার করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)’র একটি টিম, সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং কোতয়ালী থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকা হতে অভিযান পরিচালনা করে বাস চালক নুরুল আবছারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালী থানার মামলা নাম্বার-৬, তারিখ, ০৮/১১/২০২৩ ধারা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২/৭৫/৯৮/১০৫ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত হাজতে প্রেরণ করেন।