বরকলে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন এলাকার যুবদের নিয়ে উপজেলা পর্যায়ে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অস্থায়ী যুব কেন্দ্রে এ সভা আয়োজন করা হয়।উক্ত সভায় ৩০ জন যুব প্রশিক্ষণার্থী অংশ নেন।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা প্রিয় রতন চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ,বরকল প্রেসক্লাব সহ-সভাপতি ও জাতীয় যুব কাউন্সিল এর সমাজকল্যাণ সম্পাদক নিরত বরন চাকমা, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সমীরণ কান্তি মহাজন প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর যুবদের সচেতনতার পাশাপাশি বিভিন্নভাবে ভূমিকা পালন করে আসছেন। তিনি নিজেও একসময় যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। এমনকি অনেক সুবিধাও পেয়েছেন। যার হাত ধরে আজ তিনি জনপ্রতিনিধির জায়গাটা অর্জন করেছেন।
তিনি আরও বলেন, মাদক অত্যান্ত খারাপ জিনিস।বর্তমানে দেশে নাম জানা-অজানা অনেক মাদক যুব সমাজ ব্যবহার করছে।তবে এসব খারাপ দিকগুলো থেকে তাদের বেরিয়ে আসা উচিৎ।আজকের যুব সমাজকে দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে ভাবতে হবে এবং এগিয়ে আসতে হবে। অন্যের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে সচেতন করতে হবে।কারণ এ দেশ যুবদের,এই স্থান তাদেরই।
সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ বলেন,মাদক হচ্ছে সামাজিক ব্যাধি।এসব কিছু যুব সমাজ চাইলে পরিবর্তন করতে পারে।দেশকে এগিয়ে নিতে হলে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক এসব সামাজিকভাবে বয়কট করতে হবে।আর যুব সমাজকে সঠিক জিনিসটা গ্রহণ করে খারাপ জিনিসগুলো বর্জন করতে হবে।তা নাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন,ভালো কাজে অনেক সময় বাঁধা আসে।ভালো কাজে যুবদের হতাশ হলে চলবে না।কারণ ব্যর্থতা সফলতার একটা ধাপ।সবাইকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে।
বরকল প্রেসক্লাব সহ-সভাপতি ও জাতীয় যুব কাউন্সিল এর সমাজকল্যাণ সম্পাদক নিরত বরন চাকমা বলেন, বর্তমান সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদককের বিরুদ্ধে অনেকটা সোচ্চার। সেইসাথে আইনশৃঙ্খলা বাহিনী মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো শান্তি শৃঙ্খলা। সুতরাং দেশের উন্নয়নের জন্য বর্তমান যুব সমাজকে শান্তি শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নের অন্তরায় হচ্ছে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক পাচার। তাই এইসব কাজ থেকে যুবদের বেরিয়ে আসতে হবে। আর মাকদমুক্ত সমাজ,সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে ভূমিকা রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে যুবদের আদর্শবান হওয়া দরকার। কারণ একজন আদর্শবান যুব কর্তৃক আদর্শবান পরিবার গঠন হবে,আদর্শ পরিবার হলে আদর্শ সমাজ গঠন হবে। আর আদর্শ সমাজ গঠন হলে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আগামী দিনে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে বিনির্মাণের লক্ষ্যে বর্তমান যুবদের নৈতিক,আদর্শবান ও দক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গুরুদায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সভাপতি বক্তব্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা বলেন, যুবদের এগিয়ে যাওয়ার মাঝে তিনি আনন্দ উপভোগ করেন। আর ভবিষ্যতে সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে নিয়ে বড় স্বপ্ন দেখেন। কারণ যুবরা চাইলে সবকিছু পরিবর্তন করতে পারে। যুবদের মাঝে সাহসিকতা আছে,শিক্ষা অর্জনের সময় রয়েছে এবং তাদের মাঝে কাজ করার শক্তি রয়েছে। সেজন্য যুবরাই হচ্ছে সমাজের মূল চালিকা শক্তি। তাদের মাধ্যমে দেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।ভবিষ্যতে এ দেশের সকল দায়িত্ব তাদেরই পালন করতে হবে।সেজন্য বর্তমান যুব সমাজকে সচেতন হওয়াটা জরুরি।
এসময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-সহকারী কর্মকর্তা সুদীপ্ত চাকমা ও অফিস সহকারী রীতি বিনয় চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।