নবাগত ইউএনও এর সাথে নানিয়ারচর প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নানিয়ারচর উপজেলা প্রেসক্লাব।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান।
এতে নানিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা প্রতিনিধি মেহেদী ইমাম, দপ্তর সম্পাদক ও পাহাড়ের সময় নানিয়ারচর প্রতিনিধি তুফান চাকমা, সদস্য ও আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি মেহেরাজ হোসেন সুজন উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী অফিসার গণমাধ্যমের সাথে সমন্বয় রেখে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা ব্যক্ত করেন।