কাপ্তাইয়ে হোটেল হ্যাপিনেস হিল উদ্বোধন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার আপষ্টিম জেটিঘাটে নবনির্মিত হোটেল হ্যাপিনেস হিল (আবাসিক) উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টা ৩০মিনিটে হোটেলটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি।
হোটেল হ্যাপিনেস হিলের পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আ’লীগ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন। এসময় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, রাঙ্গামাটি বিভিন্ন উপজেলায় হাজারো পর্যটক আসে বেড়াতে। কিন্ত সুন্দর কোন আবাসিক হোটেল না পাওয়ার ফলে অনেক পর্যটক কিছুক্ষণের জন্য এসে আবার চলে যায়। কিন্ত কাপ্তাইয়ে আবাসিক হোটেল হ্যাপিনেস হিলসহ বেশকিছু হোটেল পর্যটকের রাত্রিযাপনের জন্য ইতিমধ্যে বেসরকারিভাবে নির্মণ করা হয়েছে। আশাকরি এর ফলে পর্যটকদের আর তেমন কোন অসুবিধা হবেনা।
হোটেল হ্যাপিনেস হিল আবাসিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, নবনির্মিত এই হোটেলটির মধ্যে বর্তমানে পর্যটকদের জন্য ১১টি অত্যাধুনিক রুম স্থাপন করা হয়েছে। যেখানে ৪টি রুমে এসি রয়েছে। এছাড়া ডাবল বেড রুম রয়েছে ৫টি, সিঙ্গেল বেডরুম রয়েছে ৬টি। সেইসাথে পুরো হোটেল জুড়ে রয়েছে অত্যাধুনিক ওয়াইফাই সুবিধা। পাশাপাশি নবনির্মিত ভবনটিতে প্রথম বুকিং এ থাকছে বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা। হোটেলে অবস্থানরত পর্যটকদের খাবারের জন্য বাইরে যেতে হবেনা, হোটেল এর মধ্যে খাওয়ার পরিবেশনের সব সুযোগ সুবিধা পাবে। সেইসাথে পরবর্তীতে কাপ্তাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমনের জন্য যাতায়াত ব্যবস্থারও সুযোগ সুবিধা রয়েছে।