কাপ্তাই পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সভা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্বিকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনমূলক সভা করা হয়েছে।
মঙ্গলবার (৭নভেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নারানগীরি পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনমূলক সভা করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’।
পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার নাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা নিরাপদ খাদ্য অফিসার মুনতাসীর মাহামুদ। বিশেষ অতিথি ছিলেন মোঃ ইলিয়াস, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কাপ্তাই। নিরাপদ খাদ্য বিষয়ে স্কুল শিক্ষার্থীদের সচেতন করা হয়।