[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

ঘিলাছড়ি জীবকল্যাণ বৌদ্ধ বিহারে ২১তম কঠিন চীবর দান সম্পন্ন

১৯৯

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে ঘিলাছড়ি জীবকল্যাণ বৌদ্ধ বিহারে ২১তম শুভ দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, কঠিন চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়।

এসময় সমবেত পূণ্যার্থীদের উদ্দেশ্যে স্বধর্ম দেশনা (গৌতম বুদ্ধের বানী) প্রদান করেন, বগাছড়ি আনন্দ কুঠির বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালক জ্ঞানবংশ ভিক্ষু, খাগড়াছড়ি তেতুলতলা বৌদ্ধ বিহার থেকে আগত তেজোবংশ ভিক্ষু, ঘিলাছড়ি জীবকল্যাণ বৌদ্ধ বিহার অধ্যক্ষ শুভ দর্শন ভিক্ষু।

বিহার পরিচালনা কমিটি ও ঘিলাছড়ি বাজার চৌধুরি নিহার বিন্দু চাকমা এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ১নং ঘিলাছড়ি ইউপি সদস্য আলোময় চাকমা, ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুধা বিন্দু চাকমা, বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি সুমতি লাল চাকমা, সাধারণ সম্পাদক আলো বিকাশ চাকমা, ঘিলাছড়ি বাজার কমিটির সভাপতি জীবন্ত চাকমা উপস্থিত ছিলেন।

পরে কঠিন চীবর এবং কল্পতরু বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘের জয়োধ্বনি দিয়ে বিহারের চারপাশে প্রদক্ষিণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে পূণ্য সঞ্চয় করার জন্য শতশত দায়ক-দায়িকারা অংশগ্রহণ করেন।