[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপনবাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপনরাঙ্গামাটির বাঘাইছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রামাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বিএনপিবান্দরবানের থানচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সাংগ্রাই উৎসবখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টা
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই নিসর্গ প্রিমিয়াম পড হাউজ উদ্বোধন

১৭৩

মোঃ কবির হোসেন, কাপ্তাই

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়িতে অবস্থিত জনপ্রিয় বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি ও নিসর্গ পড হাউজ উদ্বোধন করা হয়েছে ।

শুক্রবার ( ৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রিমিয়ার পড হাউজ ফিতাকেটে উদ্বোধন করেন, কাপ্তাই ব্যাটালিয়ন ( ৪১ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল আমীর হোসেন মোল্লা।

এসময় তিনি বলেন, প্রকৃতির অনিন্দ্য সুন্দর কাপ্তাই উপজেলায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর অনেক দেশ ট্যুরিজমকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। আমরাও আমাদের পর্যটন স্পট গুলোকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারি।

এসময় কাপ্তাই জোনের( ৫৬ বেঙ্গল) অধিনায়ক লেঃ কর্নেল নূর উল্ল্যাহ জুয়েল,পিএসসি, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, নিসর্গ রিভার ভ্যালির পরিচালক নাছির উদ্দিন, মোঃ সরোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নিসর্গ রিভার ভ্যালির পরিচালক নাছির উদ্দীন বলেন, আধুঁনিকতার সব ধরনের সুযোগ সুবিধা ও পর্যটকদের চাহিদাকে মাথায় রেখে আমরা আরোও ৫ টি প্রিমিয়াম পড হাউজ নির্মাণ করেছি। যার নামকরণ করা হয়েছে প্রিমিয়াম পড হাউজ।

নিসর্গ পড হাউজ পরিচালক এবং চট্রগ্রাম ট্যুরিস্ট গ্যাং এডমিন সাকিব নাবিল বলেন, থাইল্যান্ড একটি পড হাউজে ঘুরতে গিয়ে ইন্সপাইয়ারড হয়ে নিজের দেশেই এমন ভীন্ন কিছু করার উদ্যোগ গ্রহন করা। বাংলাদেশে এধরনের পড হাউজ আর নেই বললেই চলে।