[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে জাতীয় সমবায় দিবস পালিত

১৭৬

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগানে লংগদুতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। শেষে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভার মিলিত হয়।

এতে সমবায় অফিসে পরিদর্শক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকিব ওসমান’র’সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু থানা অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান, ট্রাক মালিক সমবায় সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ, ঠিকাদার সাইফুল ইসলাম, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সমবায়ী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিত্তিক সমাজ গঠন। উন্নত দেশগুলো সমবায় পদ্ধতি অনুসরণ করে উন্নতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে গণমুখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন। এছাড়া জাতির পিতা দ্বিতীয় বিপ্লবের ডাক দেন। অনেক কৃষক ও চাষিরা সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। বঙ্গবন্ধু ভূমি ব্যবস্থাপনাকে সংস্কার করেন এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর সমবায়কে গুরুত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে।