রামগড়ে জাতীয় সমবায় দিবস পালিত
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে খাগড়াছড়ির রামগড়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ শেষ কওে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ দিদারুল আলম এর সঞ্চালনায় ও নির্বাহী অফিসার মিস. মমতা আফরিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াররম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র কণিকা বড়ুয়া, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকতা -কর্মচারী, সমবায়ী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা সহ নতুন সমবায় সমিতিকে সার্টিফিকেট প্রদান করা হয়।