রাজস্থলীতে পাথর বোঝাই ট্রাক উল্টে চালক আহত
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই ট্রাক উল্টে যায়। এতে চালক গুরুতর আহত হয়েছে।
শনিবার সকালে চট্রগ্রাম পাথর ডিপো হতে পাথর বোঝাই করে ট্রাক টি রাজস্থলী ধুমধমিয়া সীমান্ত সড়কে যাচ্ছিল। পথে উপজেলার লংগদু পাড়া আসমানী পাহাড় এলাকায় পৌঁছালে ট্রাক টি হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক আহত হয়।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, রাজস্থলীর সীমান্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।