[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে জাতীয় সমবায় দিবস পালিত

১৭৮

॥ বরকল প্রতিনিধি ॥

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বরকলে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে একটি সভা আয়োজন করা হয়। সভার শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, বাংলাদেশে সমবায় দপ্তরটি একটি গুরুত্বপূর্ণ দপ্তর। অন্যান্য দপ্তরের মতো সমবায় অধিদপ্তর বরকল উপজেলায় দূর্গম এলাকায় নানান প্রতিকূলতার মাঝেও দায়িত্বের সাথে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা বজায় থাকুক তিনি এ আহ্বান জানান।

সভাপতি বক্তব্য উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা বলেন, সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ স্লোগানে ৫২তম জাতীয় সমবায় দিবসে একটি সময়োপযোগী আহ্বান। তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সমাজিক নিরাপত্তা বলয় সৃষ্টিতে সমবায়ের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহ্যেগতভাবে বাংলাদেশের মানুষ সমবায় মনোভাবাপন্ন। সুপ্রাচীনকাল থেকে এ দেশের মানুষ নানা দুর্যোগ -দুর্বিপাক বা সংকট সম্মিলিতভাবে মোকাবেলা করে আসছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রকৃষ্ট উদাহরণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। সমবায়ও তেমনি একটি সমবেত প্রচেষ্টায় অর্থনেতিক আন্দোলন,যার লক্ষ্য হচ্ছে একতা কার্যক্রমের অমিত সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে দৃঢ় আর্থিক নিরাপত্তা বলয় তৈরী করা যায়। তিনি আরও বলেন, সমবায় হচ্ছে একতা, সমঝোতা ও সততার ভিত্তিতে গড়ে উঠা একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান। যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের অর্থনৈতিক পথ খুঁজে পাওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তা বিধান সাধনে সক্ষম হয়। তাই এ ভাবধারা বজায় রেখে বরকল উপজেলায় সমবায় সমিতির নেতৃবৃন্দকে ভবিষ্যতে আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবর্তন করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা।

এসময় আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন ও বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।