নানিয়ারচরে করুণা বন বিহারে ৯তম কঠিন চীবর দান অনুষ্ঠিত
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে করুণা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাউপাসিকা কর্তৃক প্রবর্তিত ৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। কথিত আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে কঠিন চীবর দানের পূণ্যর যে ফল হবে অন্যান্য দান করে যে ফল লাভ হবে তা এ দানের ১৬ভাগের এক ভাগও হয়না।
এ উপলক্ষে শুক্রবার ও শনিবার ২দিন ব্যাপী অনুষ্ঠানে ২৪ঘন্টার মধ্যে সুতা থেকে বেইন বুনন করে কঠিন চীবর দান, ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, মৈত্রী ভাবনা, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান, কল্পতরু দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়।
আশিকা চাকমা ও সমাপ্তি চাকমার যৌথ সঞ্চালনায় এবং তন্টু বিকাশ চাকমার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান মঞ্চে সঙ্ঘ প্রধান হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন, রত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির। এতে রাজগিরি বন বিহারের অধ্যক্ষ সুমনা লঙ্কার মহাস্থবির, শীলানন্দ স্থবির, পূর্বারাম বন বিহারের অধ্যক্ষ করুনানন্দ স্থবির, করুণা বন বিহারের অধ্যক্ষ দীপংকর স্থবির সহ বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষুরা উপস্থিত ছিলেন।
বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আনন্দ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোধ খীসা, বিশিষ্ঠ ব্যবসায়ী সঙ্গদীশ বড়ুয়া, বিহার কমিটির সাধারণ সম্পাদক সুরেশ চাকমা, ঘিলাছড়ি বাজার কমিটির সভাপতি জীবন্ত চাকমা প্রমুখ।
এসময় বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে পূজনীয় ভিক্ষু সঙ্ঘ এবং অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি ইলিপন চাকমা আগামী অর্থবছরে জেলা পরিষদের পক্ষ থেকে এই বিহারে ৪০লক্ষ টাকা ব্যয়ে একটি মন্দির নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন।