[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় যুবলীগ নেতাকর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ

১৫০

॥ দীঘিনালা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ উপজেলা আওয়ামী ও যুবলীগ নেতাকর্মীদের।

গত শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মেরুং ইউপির বেলছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানাযায়। এসময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয় এবং এ ঘটনায় বেতছড়ি ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জসিম (৩২), সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান (২৫), সদস্য সচিব সাইদুল ইসলাম (৪১) আহত হয়।

আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে ছেড়ে দেয় এবং গুরুতর আহত হওয়ায় দু’জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিনিউটি মেডিকেল অফিসার সুগত চাকমা জানান, আহতদের শরীরের মারধরের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে ছেড়ে দেয়া হয়েছে এবং অবস্থা গুরুতর হওয়ায় বাকি দুই জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফরাজি জানান, আগামী ৫ ও ৬ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে একটি সভার আয়োজন করা হয়। সভা শেষে বাসায় ফেরার পথে বেতছড়ি এলাকায় বিএনপির নেতাকর্মীরা অর্তকিত হামলা চালায়। এতে আমাদের ৩জন নেতাকর্মী আহত হয়।
দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন, গত ৩ তারিখে শুক্রবার রাতে ঘটনা আওয়ামী লীগের পরিকল্পিত। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী ছিল গত ২৯,১,২ তারিখ। বিএনপির নেতাকর্মীদের মামলা হামলা দেয়ার পরিকল্পিত ভাবে আওয়ামীলীগ ঘটনা গঠিয়েছে। এধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাজী রানা জানান, গতকাল রাতে দীঘিনালার বেলছড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা ও মোটরসাইকেল পোড়ানোর যে অভিযোগ তোলা হয়েছে সেটা সম্পূর্ণ আওয়ামী লীগের একটি সাজানো নাটক। বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা দেওয়ার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। মূলত ২৮ তারিখের পর থেকে আওয়ামীলীগ কোন ইস্যু তৈরি করতে না পেরে নিজেরা এ ঘটনা ঘটিয়ে একটা ইস্যু তৈরী করেছে। দীঘিনালা উপজেলা বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিউটন মহাজন মুঠোফোনে কল করে জানান, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় সভা শেষে মোটরসাইকেল যোগে বোয়ালখালী ফেরার পথে বেলছড়ি এলাকায় অর্তকিত ভাবে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামালা চালিয়ে ৩জনকে মারধর করে আহত করে এবং ককটেল ও পেট্রোল বিস্ফোরণের মাধ্যমে একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে ক্ষতিসাধন করে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।