মানিকছড়িতে জাতীয় যুব দিবসে প্রায় ৫ লক্ষ টাকার চেক বিতরণ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন র্যালিত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সনদপত্র ও ১০জনকে ৪ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। সংগঠক মোঃ জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্ত। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ ও ঋণ গ্রহণ করে নিজেদের স্বাভলম্বি ও উদ্যোগক্তা হওয়ার আহবান জানান অতিথিরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।