[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ের তরুণ ফ্রিল্যান্সার ইব্রাহিমের সফলতা, মাসে আয় করেন দুই লাখ টাকা

১৫৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

অধ্যবসায় শব্দটি অন্য কারো কাছে সত্য হোক বা না হোক কিন্তু তা ফ্রিল্যান্সার ইব্রাহিমের ক্ষেত্রে সত্য বলে প্রতীয়মান হয়েছে। কেননা বারবার ধাক্কা খেয়ে পুনরায় লেগে থাকা, পরিবারের অর্থনৈতিক দুরাবস্থা, এতসব প্রতিকুলতার মধ্য দিয়ে শুধুমাত্র ফ্রিল্যান্সিং কে পেশা এবং নেশা হিসেবে গ্রহণ করে সফল হওয়া এক স্বপ্নবাজ মোঃ ইব্রাহিম খলিল। আজ পাহাড়ে যিনি একজন সফল পেশাদার ফ্রিল্যান্সার হিসেবে পরিচিতি। তবে এই সফলতা অর্জন সহজ ছিল না। বরং ছিল বাধা ও চ্যালেঞ্জে ভরপুর।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তার বেড়ে ওঠা। তার নেশা-পেশা যেন প্রযুক্তি নিয়েই। প্রযুক্তির প্রতি তার আগ্রহ দিন দিন বাড়তেই থাকে। তাই বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে পড়াশোনার পাশাপাশি মাত্র ১৮ বছর বয়সে তিনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করেন।

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে একটি কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। কিন্তু তার এই আবদার পূরণ করা পরিবারের কাছে অমাবস্যার চাঁদের মতো। তারা বাবা ছিল ক্ষুদ্র ব্যবসায়ী। তিন ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। যেখানে দু-বেলা খাবার জোগাড় করতে পরিবারকে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে সেখানে ৩০-৪০ হাজার টাকা দিয়ে তাকে কম্পিউটার কিনে দেয় এমন সাধ্য পরিবারের পক্ষে সম্ভব ছিল না।

ইব্রাহিম নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে বাবা ই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার জন্মের পর থেকেই অভাব অনটনে দিনাতিপাত করতে থাকে তাদের পরিবার। ছোট্ট একটি ব্যাবসার উপর ভর করে কোন রকম চলছিল তাদের সংসার। পরিবারের এই সংগ্রামের মধ্যেই ইব্রাহিম বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেছেন। ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলেন।

বন্ধুদের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার করে বাকি ২০ হাজার টাকা নিজের চাচার কাছ থেকে নিয়ে প্রথমে ৩৫ হাজার টাকা দিয়ে বহু কাঙ্খিত ল্যাপটপ ক্রয় করেন তিনি। মধ্যবিত্ত পরিবারের বাবা বুঝতেই চাইতেন না অনলাইনে আয় করার বিষয়টা। ইব্রাহিমের মায়ের অনুপ্রেরেনায় তখন থেকেই চলছে অবিরাম অধ্যবসায়। বলছিলাম, খাগড়াছড়ির মাটিরাঙ্গার চৌধুরিপাড়ার ইব্রাহিম খলিলের কথা। নানা চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে তিনি একজন সফল ফ্রিল্যান্সার। মাসে আয় করেন দুই হাজার ডলার। তিনি এখন সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার। শিক্ষাজীবনে চট্রগ্রাম কমার্স কলেজ থেকে মেনেজমেন্টে মাস্টার্স করছেন তিনি। শুরুটা হয়েছিল ২০১৬ সালে। তরুণ তরুণীদের আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আইসিটি বিভাগের আওতায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং প্রদানের উদ্যোগ গ্রহণ করে সরকার। তখন তিনি আবেদন করে ১‘শ জন প্রতিযোগীর মধ্যে জেলার মধ্যে দ্বিতীয় হন তিনি। শুরু করেন প্রশিক্ষণ গ্রহণ। নিজ উপজেলা থেকে খাগড়াছড়ি সদরে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন ইব্রাহিম। প্রশিক্ষণ শেষে অর্ডার না পাওয়ায় প্রায় দেড় বছর বন্ধ ছিল কাজ। চলছে সফল হবার ক্রমাগত চেষ্টা।

ইব্রাহিম বলেন, ২০১৮ সালের শুরুর দিকে এই প্রথম ৫ ডলারের একটি লোগে তৈরির কাজ পাই। একই বছরের জুনের শেষের দিকে ৫০ ডলারের আরেকটি কাজ পাই। এরপর ২০১৯ সালে একটার পর একটা অর্ডার পেতে থাকি। এ বছরে গড়ে মাসে প্রায় ৫০ হাজার টাকার মতো অর্ডার পেতাম। ২০২০ সালে করোনা মহামারির সময় আয় বেড়ে ৭০ হাজারের অধিক হয়। চলছে সফলতার মধ্যে হতাশা। এরপর কর্তৃপক্ষের শর্ত ভায়োলেট করার কারণে আমার আইডি টা নষ্ট হয়ে যায়। তাতে হতাশ না হয়ে নতুন করে আরো দুইটি আইডি খুলি। একই বছরে আবার কাজ পাওয়া শুরু করি। তখন মাসে আয় নেমে ৪০ হাজার টাকা মিলতো। মহামারির একই বছরে ঘরে বসে আমার প্রায় ৮০ হাজার টাকা আয় হতো।

২০২১ সালের জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত আমার অর্ডার বেড়ে ১ লাখ টাকা হয়। এবার নতুন পরিকল্পনা করি উদ্যেক্তা হবো। শুরু করি গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং অনলাইন কোর্স। দেশে এবং দেশের বাইরে থেকে প্রতি ব্যাচে ৩০ থেকে ৫০ জন ছাত্রসহ বর্তমানে ৮টি ব্যাচ চলমান রয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০০ জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হয়েছে। এদের মধ্যে থেকে ৮০জনের অধিক শিক্ষার্থী অর্ডার পাচ্ছেন। তিনি ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টর কে আরও উন্নত ও প্রসার করতে মাটিরাঙ্গায় খলিল কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করেন যেখানে প্রতিদিন ৫টি ব্যাচে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এই ট্রেনিং সেন্টারটি খাগড়াছড়ি জেলার সকল উপজেলায় এর ব্যাপ্তি হবে বলে জানান ইব্রাহিম।

শুরুতে ডাচ বাংলা মোবাইল বাংকের খাগড়াছড়ি শাখার ডিস্ট্রিবিউশন ম্যানেজার ছিলেন ইব্রাহিম। বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মাটিরাঙ্গা শাখার প্রোপ্রাইটর। তাছাড়া সে এর আগে বিতর্ক প্রতিযোগীতায় জেলার মধ্যে শ্রেষ্ঠ বিতার্কিক হবার গৌরব অর্জন করেন। তাছাড়া মাটিরাঙ্গা উপজেলার বিতর্ক ক্লাবের প্রশিক্ষক ছিলেন তিনি। এদিকে তিনি চলতি বছরের জুলাই মাসে ঢাকায় National Youth Career Carnival-2023 Rising Youth Award-2023 প্রাপ্ত হন। ৮ এপ্রিল পাবর্ত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ কর্তৃক সফল ফ্রিল্যান্সার ও আইটি এক্সপার্ট সম্মাননা স্মারক অর্জন করেন। এ বছরের ৩রা সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসক কর্তৃক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার মনোনিত হন। একই সাথে উপজেলার সকল ফ্রিল্যান্সারদের অংশগ্রহণে অত্র এলাকার হত দরিদ্রদের মাঝে মাসে একবার একবেলা উন্নত মানের খাবারের ব্যাবস্থা করেন। তিনি বলেন, আমার স্বপ্ন খাগড়াছড়িতে Mr. Freelancer IT অফিস চালু করা। এতে করে এ অঞ্চলের বেকারদের কর্মসংস্থান হবে একই সঙ্গে যারা আমার এখান থেকে কাজ শিখছে তারাও এতে কাজ করার সুযোগ পাবে। কার্যক্রমটি অনলাইনে চালু থাকলেও সরাসরি উদ্বোধনের পর এটি হাতে কলমে চালু হবে বলে তিনি জানান।

এদিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী মাটিরাঙ্গার ফ্রিল্যান্সারদের উদ্বুদ্ধ করতে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন এবং অত্র উপজেলোর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সার রিলেটেড সেমিনার করবেন বলে তিনি জানান। তাছাড়া মাটিরাঙ্গা সহকারী প্রোগ্রামার রাজিব রায় চৌধুরী উপজেলার সকল ফ্রিল্যান্সারদের একটি ডাটা সংযুক্ত করেন যেখানে তারা সরকারী সকল সুযোগ সুবিধা পেতে পারেন। খাগড়াছড়ি সহকারী প্রোগ্রামার সলিল চাকমা ইতিমধ্যে সকল ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ শুরু করছেন।

ফ্রিল্যান্সিংয়ে তরুণদের সম্ভাবনার কথা জানিয়ে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. আব্দুল হামিদ বলেন, “এ প্রজন্মের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাইলে ফ্রিল্যান্সিংয়ের সুবিধা নেওয়া উচিত। প্রতিদিন ৮-১০ ঘণ্টা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারলে বেকারত্ব ঘোঁচানো সম্ভব।”

উপার্জনের পদ্ধতি সম্পর্কে ইব্রাহিম বলেন, “ফ্রিল্যান্সিংয়ে ঢুকেই হাজার হাজার ডলার আয় হয়। এমন স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। কারণ ব্যবসায় ঢুকে কখনই কেউ একবারে বিরাট কিছু করতে পারে না। এটাও ঠিক একই রকম। তাই সময় নিয়ে কাজ করতে হবে। তাহলে আস্তে আস্তে আয় বাড়বে। কেননা একটা কথা মাথায় রাখতে হবে- ফ্রিলান্সিং করে কেউ রাতারাতি বড়লোক হয় না।”

দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে নিজের প্রত্যয় ব্যক্ত করে এই উদীয়মান ফ্রিল্যান্সার ইব্রাহিম বলেন, “বর্তমানে চাকরি পাওয়া খুবই কঠিন। হাজার হাজার বেকার ঘুরে বেড়াচ্ছেন, অথচ অনলাইনে প্রচুর কাজ। এখান থেকে প্রতি মাসে লাখ টাকা আয় করা সম্ভব। তাই চাকরির পেছনে না ঘুরে সঠিক পথে পরিশ্রম করে কাজ করে স্বাবলম্বী হওয়া যায়। তিনি আরো বলেন, ভাষাগত দক্ষতার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতার জন্য ফ্রিল্যান্সারদের দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যুনতম ডিগ্রি পাস থাকা উচিত। এতে ফ্রিল্যান্সিং জগতের দক্ষতা সহজ হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া সম্ভব হবে।”