আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য হলেন রাঙ্গামাটির অনিল চাকমা
তুফান চাকমা
রাঙ্গামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অনিল চাকমা সদ্য অনুমোদিত আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন।
সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই কমিটি অনুমোদন দিয়েছেন।
উপ-কমিটিতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানকে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপিকে সদস্য সচিব করা হয়েছে।
উপ-কমিটির সদস্যগণের মধ্যে রয়েছেন আবুল হাসান মাহমুদ আলী এমপি, আ হ ম মুস্তফা কামাল এমপি, আবুল কালাম আজাদ এমপি, এম এ মান্নান এমপি, মোঃ আব্দুস শহীদ এমপি, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সাবের হোসেন চৌধুরী এমপি সহ আরও অনেকেই।
অনিল চাকমা বলেন, কমিটিতে সদস্য পদ পাওয়া সম্পূর্ণ কৃতিত্ব রাঙ্গামাটির অভিভাবক দীপংকর তালুকদার এমপির। উনার সহযোগীতা না পেলে এই পদে স্থান পাওয়া অসম্ভব। দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরবর্তীতে যে সকল কার্যকলাপ আসবে দীপংকর তালুকদার এর পক্ষে থেকে দায়িত্বশীল হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি।