রামগড়ে আধুনিক কম্বাইন হার্ভেস্টর মেশিনের মাধ্যমে কৃষকের ধান কর্তন
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হতে প্রাপ্ত কম্বাইন আধুনিক কম্বাইন হার্ভেস্টর মেশিনের মাধ্যমে এ প্রথম রামগড়ে কৃষকের ধান কর্তন উদ্বোধন করা হয়েছে।
সোমবার( ৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডে আধুনিক এই যন্ত্র দ্বারায় কৃষক ওবাইদুল হকের জমি থেকে ধান কর্তনের মাধ্যমে এর কার্যক্রম শুরু করে রামগড় কৃষি অফিস।
রামগড় উপজেলা কৃষি অফিসের আয়োজনে আধুনিক মেশিনের মাধ্যমে ধান কর্তন উদ্ভোধন অনুষ্ঠানে মাঠে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী’ উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রাশেদ চৌধুরী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ, উপসহকারী কৃষি অফিসার এমদাদুল হক মিঠু”সহ অন্যান্য কৃষি অফিসার ও সিআইজির কৃষক বৃন্দ।
রামগড় উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান জানান পার্বত্য অঞ্চলে এ প্রথম আধুনিক হার্ভেস্টর মেশিনের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন করা হয়েছে, যে কোন কৃষক সিআইজির মাধ্যমে এ যন্ত্র দিয়ে অল্প সময়ে তাদের জমির ধান কর্তন করতে পারবে।