নানিয়ারচরে নতুন ইউএনও’র যোগদান
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিনুল এহসান খান কর্মস্থলে যোগদান করেছেন। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে বর্তমান উপজেলা নিবার্হী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তার নবাগত ইউএনও মোঃ আমিনুল এহসান খান’কে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, থানা অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা ইন্সট্রাক্টর সরোয়ার কামাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও’কে বরণ করে নেন।