[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা প্রতিবাদ

২২৪

তুফান চাকমা

বিএনপি জামাত কর্তৃক প্রধান বিচারপতির বাসভবন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উপর হামলা ও হত্যা এবং সাধারণ মানুষের জানমালের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত সমন্বিত আইনজীবী পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রাঙ্গামাটি জজ কোর্টের সামনে অনুষ্ঠিত সভায় জেলার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার।

সভায় অ্যাড. দর্শন চাকমা ঝন্টু ও অ্যাড. শ্রীজ্ঞানী চাকমার যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় অ্যাড. তোষণ চাকমা, অ্যাড. কল্যাণ মিত্র চৌধুরি, অ্যাড. জুয়েল দেওয়ান, অ্যাড. প্রতীম রায় পাম্পু, অ্যাড. দুলাল কান্তি সরকার বক্তব্য রাখেন।

বক্তারা এধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার সহ উপযুক্ত শাস্তির জোর দাবি জানান। বিএনপি-জামাত কর্মীরা সমাবেশের নাম করে অরাজকতা সৃষ্টি করেছে। তারা সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে সংবিধান লঙ্ঘন করেছে৷ এ হামলার ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছেন এবং ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যেন আইনি সহায়তা না দেওয়া হয় সে বিষয়ে আহ্বান জানান।

দীপংকর তালুকদার বলেন, পুলিশ জনগণের সেবা করে সেই পুলিশের উপর বিএনপি-জামাত কর্মীরা হামলা করে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে। এমনকি প্রধান বিচারপতি বাসভবনে হামলা করা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান৷ যারা গনতন্ত্র কথা বলে, আইনের শাসন কথা বলে, তারাই আজ আইন নিজের হাতে তুলে নিয়েছে। তখনি আমরা বুঝি তারা আইনের কথা বলে না। তারা অপচেষ্টা ও অপপ্রচার করে গনতন্ত্রকে নশ্চাৎ করার পায়তারায় লিপ্ত। তাই আইনজীবী, সুশীল সমাজ ও সকল জনসাধারণকে বিএনপি-জামাত এর হীন কার্যক্রম হইতে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অ্যাড. রফিকুল ইসলাম বলেন, এসমস্ত ন্যাক্কারজনক ঘটনার এবং প্রধান বিচারপতির বাসভবন হামলা ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যর আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।