হরতালের প্রভাব নেই আলীকদমে
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
সারাদেশে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকে রোববার (২৯ অক্টোবর) হরতাল চলছে। তবে দিনব্যাপী ডাকা এ হরতালের কোন প্রভাব নেই বান্দরবানের আলীকদমে।
সকাল থেকে দোকান-পাট খুলতে শুরু করেছে। আলীকদমে যোগাযোগের একমাত্র বাহন অটোরিকশা ও মিনি টমটম চলতে দেখা গেছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।
এদিকে উপজেলার বাস স্টেশন থেকে আলীকদম থেকে চকরিয়া উদ্দেশ্য বাস ছেড়ে গেছে। তবে বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়,৩০ মিনিট পর বাস ও জীব গাড়ি ছাড়া হবে।
আলীকদম থেকে বাসযোগে চকরিয়া উপজেলার গন্তব্যে যাওয়া যাত্রী আবুল হাসেম বলেন, অফিসিয়াল কাজ এবং চিকিৎসার উদ্দেশ্য যাচ্ছি। তবে এখানে হরতালের কোন প্রভাব দেখতে পাচ্ছি না। লামা উপজেলার উদ্দেশ্যে যাওয়া যাত্রী সুমি আক্তার বলেন, নিজেদের কাজে যাচ্ছি। পান বাজার এলাকা থেকে বাস্টারমিনাল আসছি অটোরিকশা দিয়ে। কোন সমস্যা তো দেখতে পায়নি।