[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
[/vc_column_text][/vc_column][/vc_row]

হরতালের প্রভাব নেই আলীকদমে

১৩৭

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

সারাদেশে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকে রোববার (২৯ অক্টোবর) হরতাল চলছে। তবে দিনব্যাপী ডাকা এ হরতালের কোন প্রভাব নেই বান্দরবানের আলীকদমে।

সকাল থেকে দোকান-পাট খুলতে শুরু করেছে। আলীকদমে যোগাযোগের একমাত্র বাহন অটোরিকশা ও মিনি টমটম চলতে দেখা গেছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।
এদিকে উপজেলার বাস স্টেশন থেকে আলীকদম থেকে চকরিয়া উদ্দেশ্য বাস ছেড়ে গেছে। তবে বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়,৩০ মিনিট পর বাস ও জীব গাড়ি ছাড়া হবে।

আলীকদম থেকে বাসযোগে চকরিয়া উপজেলার গন্তব্যে যাওয়া যাত্রী আবুল হাসেম বলেন, অফিসিয়াল কাজ এবং চিকিৎসার উদ্দেশ্য যাচ্ছি। তবে এখানে হরতালের কোন প্রভাব দেখতে পাচ্ছি না। লামা উপজেলার উদ্দেশ্যে যাওয়া যাত্রী সুমি আক্তার বলেন, নিজেদের কাজে যাচ্ছি। পান বাজার এলাকা থেকে বাস্টারমিনাল আসছি অটোরিকশা দিয়ে। কোন সমস্যা তো দেখতে পায়নি।