রোয়াংছড়ি আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে শান্তি সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাসী বাহিনী কর্তৃক সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এই কর্মসূচী পালন করে আওয়ামী লীগ। রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৫ টায় রোয়াংছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় হতে একটি শান্তি মিছিল বের হয়ে রোয়াংছড়ি বাজারে প্রদক্ষিণ করে উপজেলা মাল্টিপারপাস প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে রবিবার বিএনপি ক্দ্রেীয় ঘোষিত হরতাল কর্মসূচী থাকলেও তার কোন প্রভাব রোয়াংছড়ি উপজেলা সদরে দেখা যায়নি। যানবাহন চলাচল ও বাজারে দোকানপাতে ক্রয়বিক্রয় ছিল স্বাভাবিক। এছাড়া বিএনপির নেতাকর্মীদের কোন কার্যক্রমও চোখে পড়েনি।
শান্তি সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রোয়াংছড়ি প্রেসক্লাবের সভাপতি চহ্লামং মারমা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইতং বুইতিং, সহ-সভাপতি বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা, আইন বিষয়ক সম্পাদক মংহাইনু মারমা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হ্লাছোহ্রী মারমা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, সাধারণ সম্পাদক জ্ঞান বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা যুবলীগের সভাপতি শৈক্যমং মারমা, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মাউসাং মারমা, সাধারণ সম্পাদক ক্যাইয়ি মারমা, উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী ও ইউপি সদস্যা থুইসাংপ্রু মারমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসিংউ মারমা, সাধারণ সম্পাদক উমংনু মারমাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দসহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।